তুমি আর আমি

DESTINY IS NEVERLAND OR NEVERLAND IS DESTINY.
PEN- PROLAY.
INK- ANANYA. . 
S.V.O






একটাই তো নাম - একটাই তো দেশ - এক  মানচিত্রেই তো থাকি , 
শুধু তুমি  দেখো  রাজপথের  নিয়ন আলো - আর আমি দেখি কালো হাতের ফাঁকি । 
তোমার দেশের মাল্টিপ্লেক্সে  '  চায়ের ভাড় '  দুশো টাকা  ,
আমার দেশে অভূক্ত শ্রমিক -  আর চাষির হাঁড়ি তো ফাঁকা । 
তোমার দেশের উন্নতি হয় - অগনিত আলোকিত ইমারত , 
আমার দেশে শিক্ষিত যতো - দেয় শিক্ষার খেসারত । 
তুমি যেখানে কমপ্লেক্স দ্যাখো - আমি দেখি গুড়িয়ে দেওয়া বস্তি  , 
তোমার হাতে  স্কচ উঠে আসে - আমার আসেনা স্বস্তি । 
তোমার দেশের সাহেবী স্কুলে - গলায় বিদেশী টাই  , 
আমার দেশের ইটভাটাতে - শিশু করে খাই খাই । 
তোমার দেশে শিল্প হবে - আসবে আরো বিনীয়োগ
আমার দেশে জমি কাড়া হবে - বাড়বে তোমার ভোগ । 

   তবুও , 
   তোমার উন্নতি হোক  - জীবনে থাকুক সুখ , 
   তবে ভাষণ যদি বেলাগাম হয় - ভাঙবো তোমার মুখ । 
   তোমার যতো উন্নতি সব - তাতে ভাগ নেই আর কারো , 
   মিথ্যা তোমার বুলি যতো - নিজের কানেই মারো । 
   তোমার মাথা থেকে পা - শুধুই বিদেশী পণ্য
   তোমার কাছে যা উন্নতি - আমার কাছে তা ভিন্ন । 
   তোমার কাছে দেশ মানে - ঘরে বিদেশের স্বাদ নেওয়া , 
   আমার কাছে দেশ মানে - আজ রক্ত বেচে খাওয়া । 
   তোমার দেশ আজ মঙ্গলে যায় - সারা বিশ্ব বলে ধন্য , 
   আর আমার দেশে নারীরা হয় - তোমার দেশের পণ্য । 
   তোমার দেশে বিদেশী আসে - আসে বিদেশের দান , 
  আমার দেশে ধর্ষিতা মা - ভুলেছে তার গান । 
  একটাই তো নাম - একটাই  তো দেশ - একটা  মানচিত্রেই থাকি , 
  শুধু  বুক ফুলিয়ে বলে রাখি আজ - হিসাব আমিও রাখি । 

মিথ্যা তোমার পরিসংখ্যান - স্তাবকতা ভরা ভাষণ , 
মিথ্যা  সহানুভুতিতে লাথি মেরে - আমিই করবো  শাসন । 

 মহাপ্রলয়ের আগে , 
 আমি আবারো কথা বলবো -  বলবো আবারো উচ্চস্বরে , 
 আমার আমিত্ব হারিয়েছে  - আজ  চাষির ভাঙা ঘরে  । 
 আমি আবারো কথা বলবো -  বলবো আবারো উচ্চস্বরে , 
 আমার আমিত্ব হারিয়েছে-  আজ ধর্ষিতা নারীর ঘরে । 

 আমি আবারো কথা বলবো -  বলবো আবারো উচ্চস্বরে , 
 যতক্ষণ না , আমার আমিত্ব মেশে -  আজ হাজার কন্ঠস্বরে ।  
 তুমি  রক্ষা করো প্রাসাদ তোমার - সাজিয়ো প্রহরীর দল , 
 আজ না হোক কাল আসবেই - নাগরিক দাবানল ।  



PROLAYSANKARDEYSVO 





































Post a Comment

5 Comments

https://www.facebook.com/102832565293309/posts/102864971956735/?app=fbl
https://www.facebook.com/102832565293309/posts/146015474308351/?app=fbl
Anonymous said…
https://www.facebook.com/100001347882555/posts/4185960571458831/?app=fbl
https://www.facebook.com/100001347882555/posts/4190446037676951/?app=fbl
Prolaysankardeysvo said…
https://www.facebook.com/100001347882555/posts/4190446037676951/?app=fbl