দান



DESTINY IS NEVERLAND OR NEVERLAND IS DESTINY. 
PEN- PROLAY. 
INK- ANANYA. 
S.V.O






দান 

সামান্য কিছু অর্থ বা বেনিয়ম  সুবিধার বিনিময়ে –

আজ আমরা দান করছি – কিছু স্বীকৃতি আর কিছু সম্মান

আসুন , সামান্য কিছু সময়ের জন্য -  

আমরা সকলে  ভুলে যাই – কিছু কিছু  ইতিহাস  । 

এই যে আমাদের মঞ্চ অলংকৃত করে আছেন ,

যতো স্বনামধন্য , বিশিষ্ট , নিমন্ত্রিত অতিথির দল ,

প্রায় সকলেই খুনী , ডাকাত , ধর্ষক অথবা জমির দালাল ,

এখন ছাত্রদলে এসেছেন – শিখে নিয়েছেন  সেবার  কৌশল ।

 ভুলে যাবো সমাজের কিছু  দাগী, লোফার আর মস্তান ,

ধান্দাবাজ  , খুনী বা তোলাবাজদের –

যারা সমাজের অবাঞ্ছিত , অনাকাঙ্ক্ষিত  আর

পরিচয়হীন নিকৃষ্টতম সন্তান


সামান্য কিছু অর্থ বা বেনিয়ম  সুবিধার বিনিময়ে ,

আজ আমরা  দান করছি – কিছু স্বীকৃতি আর কিছু সম্মান ।

 আসুন ,  সামান্য কিছু সময়ের জন্য ,

আমরা ভুলে যাই –  কিছু কিছু ইতিহাস । 

আমরা বরন করে নেবো ,

কোন এক শিক্ষকের খুনী অথবা বস্তির কিশোরীর ধর্ষক ,

অসভ্য , অশিক্ষিত ,  নারী পাচারকারী   , গনহত্যার দর্শক ,

যতো খুনি , জেল খাটা আসামী আর জোচ্চরদের –

আমরা মঞ্চে তুলে পরাবো বীরত্বের মালা ,

তুলনায় আনবো সুভাষ , ক্ষুদিরাম অথবা রবীন্দ্রনাথ ,

স্মারকপত্রে থাকবে – ওয়ান্টেড ক্রিমিনালের ছবি ,

লেখা থাকবে গীতাঞ্জলীর বাণী – নীচে  বিনীত “ বিশ্বকবি “ ।

 

সামান্য কিছু অর্থ বা বেনিয়ম  সুবিধার বিনিময়ে –

আজ আমরা দান করছি – কিছু স্বীকৃতি আর কিছু সম্মান ।

 আসুন , সামান্য কিছু সময়ের জন্য - 

আমরা ভুলে যাই – কিছু কিছু  ইতিহাস ,

 যতো খুনী , মাফিয়া  অথবা ড্রাগের কারবারী ,

রিকশাওয়ালার ঘর কেড়ে নেওয়া ,

আছে যারা বেনামী সম্পত্তির বিষাক্ত মালিক ,

আমরা তাদের অভিনন্দন জানাবো পুষ্প স্তবকে ,

সাথে তুলে ধরবো – ম্যান্ডেলা অথবা গান্ধীর বানী ,

তুলনা করবো সেই সব সেনাদের সাথে ,

যারা নাম-গোত্র – পরিচয়হীন হয়ে পরে আছে –

কোন পাহাড়ে বা দুর্গম জঙ্গলে ,

তাদের বুলেট খাওয়া শরীরে – নেই আজ আর কোন প্রান

কারন ,

সামান্য কিছু অর্থ বা বেনিয়ম  সুবিধার বিনিময়ে –

আজ আমরা দান করছি – কিছু স্বীকৃতি আর কিছু সম্মান ।

 

পরিশেষে ,

আমরা রচনা করবো বিচিত্র এক চিত্রনাট্য ,

সেখানে রবীন্দ্রনাথ , বিবেকানন্দ বা রামমোহন কে ,

আমরা ছুঁড়ে ফেলে দেবো ভারাক্রান্ত এক  ডাস্টবিনে  ,

আমাদের ক্রীতদাসত্বের স্বত্বা গর্জন করবে ,

আমাদের মগজের শিক্ষা , আমাদের মননের দীক্ষা ,

হাড়ভাঙ্গা খাটুনি করা বাবা –কাকাদের নৈতিকতা ,

যৌথ পরিবারের চাকা টেনে চলা মায়েদের সহনশীলতা ,

আমরা সবকিছুকে দেবো  জলাঞ্জলি । 


প্রয়োজনে , 

সব পরিচয় ভুলে গিয়ে গায়ে গা লাগিয়ে দাঁড়াবো ,

যতো নোংরা  , বিষাক্ত  , আর পরজীবিদের  সাথে ,

হাসি মুখে ছবি তুলবো – হাত রেখে হাতে ।

বাড়ী ফিরে আসবো – একজন সামাজিক বেক্তি হয়ে ,

রবীন্দ্রনাথ , সেক্সপীয়ার  অথবা আরো অন্য কেউ ----

বাংলা  মদের সাথে  হাতে থাকবে শোভিত হয়ে ।


কারন , 

সামান্য কিছু অর্থ বা বেনিয়ম  সুবিধার বিনিময়ে –

আজ আমরা দান করছি – কিছু স্বীকৃতি আর কিছু সম্মান ।

কিন্তু অজান্তে ,

দানের সাথে বিকিয়েছি – নিজের চিন্তা আর প্রান ,

বিষাক্ত করে এসেছি – আগামী প্রজন্মের  সব গান ।

 PROLAYSANKARDEYSVO 

 শয়তান

 পরিবর্তনের পথে

 

দান ( অডিও) 

 

 

 

 

 

 

 

 

 

 

 




 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Post a Comment

0 Comments