শয়তান

DESTINY IS NEVERLAND AND NEVERLAND IS OUR DESTINY" . 
PEN-PROLAY. 
INK- ANANYA. 
S.V.O











                                                            শয়তান


যুগ যুগ ধরে ওরা নেমে আসে ,
ওরা নেমে আসে- ওদের রক্তলোলুপ চোখ-
আমাদের দেখে - ওরা ক্রূরতা মেখে হাসে । 
ওরা আমাদের কানে কানে গান গায় -
ওদের গানে থাকে আমাদের চিরকালের অসুখ ,
সেই গান -সেই সুর -সেই পাষন্ড অসুর , 
মিশে যায় - নিশুতির গভীরতম অন্ধকারে , 
রক্তলোলুপ পিশাচসম - শিকার ধরে , 
একটি একটি করে -- শিকার ধরে , 
ওরা শিকার ধরে - আমাদের মুখে আর ঘাড়ে

ওরা আসে বর্ষার জলের সাথে , 
এসে বসে - আমাদের ক্লান্ত অবসন্ন হাতে , 
ওরা সেই চিরকালের রক্তলোভীর দল ,
বিষাক্ত মন -বিষাক্ত গান , 
ওদের গানে থাকে - ছলনার কল ।

ওরা ভেঙে দেয়- আমাদের সকল প্রতিশ্রুতি , 
ওরা গুঁড়িয়ে দেয়- আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হাত , 
আমাদের রোদ মাখা -সোনালী দিনগুলিতে , 
ওরা নিয়ে আসে - গভীরতম রাত । 
যুগে যুগে , 
ওরা এসেছে আমাদের কাছে - সাথে এনেছে মৃত্যু । 
আমরা ঠেকাতে পারিনি ওদের , 
বন্ধ করতে পারিনি-ওদের আমাদের কাছে এসে বসা ,
কারন ? 
সে নিশাচর - সে শয়তান - সে অমানবিক ---
সে অতি ক্ষুদ্র - সে যে একটি মশা । 

PROLAYSANKARDEYSVO












Post a Comment

0 Comments