অস্তিত্বে অনন্যা - ৪

DESTINY IS NEVERLAND AND NEVERLAND IS DESTINY.
PEN-PROLAY.
INK-ANANYA.






ছোট ছোট মানুষের ছোট ছোট পথ চলা ,
চলতে চলতে হয়তো বা কিছু বলা,
বলতে বলতে কথা যায়  ফুরিয়ে

দিনান্তে  অজান্তে   অজানাতে হারিয়ে।
চেনা কোন পথ মাঝে - অজানারই সুর,
সেই সুরেই পথে নামা - দূর থেকে দূর।
জানতাম ঠিকানাটা হয়তো দীগন্তে,
তবু কোন শূন্যতা পারিনি বা মানতে।
জানতাম আছো তুমি- নিরুত্তর মানবী,
পথ মাঝে আমি ভাবি সকলি তোমার ছবি
দিনান্তে নেমে আসে মায়াবিনী ছন্দ,
আমাকে ভুলিয়ে দেয় ভালো কিবা মন্দ,
অন্ধকারের সেই সরনী ধরে,
নিয়তিরে নিয়ে আমি তোমারি দ্বারে।
দ্বার বলে কাছে এসো -লও আপন করে,
রিক্ততা মেখে আমি তোমারই ত্বরে,
অশান্ত শ্রাবনের সুরে দিয়েছিলে কথা,
শারদ সকালে দেখি আছে শুধু ব্যাথা।

PEN-PROLAY. 
INK-ANANYA. 
VOICE-MOUSUMI. 


CLICK ON-

Post a Comment

1 Comments