অস্তিত্বে অনন্যা - ১৫

নিয়তই নিয়তির গান -বিশ্ব চরাচরে,
প্রেমের সুর বাজে - শুনি স্বপ্নের ঘরে।
নিয়মেরই নিয়তি মেনে - অন্তরে শুনি ধ্বনি,
কি বা সত্য   কি বা মিথ্যা -কিভাবে কাহারে গুনি?
যে নিয়মে জোয়ারে ভাসি- ভাটাতে পাই টান,
সে নিয়মেই বেড়া ভেঙে - শুনি যে তোমারই গান।
ছোট্ট সে হাতের প্রান্ত ধরে - কথা ছিলো চিরতরে,
মৃত্যু হারায়ে দেবো  -আর  নিয়তিরে জীবন ভীড়ে।   
পলকের কান্না বা পলকের এই হাসি,
অন্তরের পাথেয়  হবে - হবে স্বপ্নের রাশি।
এখনো সূর্য ওঠে - হাসে আকাশের চাঁদ,
স্বপ্নের আগমনে দেখি নিয়তিরই  ফাঁদ।
প্রলয় শংকর দে - S.V.O
9732803838.          

Post a Comment

0 Comments