অনন্যা - ১৮



DESTINY IS NEVERLAND AND NEVERLAND IS DESTINY. 
PEN-PROLAY.
INK-ANANYA.



জানি হয়তো বা আছো কাছেই,
তবুতো  হয়না তোমাকে দেখা,
খোঁজার নেশায় ক্লান্ত হয়েছি,
এখন আমি  শুধুই একা।

শ্রান্ত- ক্লান্ত পথের ধুলায়,
স্বপ্নরা হয়ে গেছে পর,
একাকিত্বের বন্ধু আমি -,
বাঁধা হয়নি কো  ঘর।

নিজেকে নিয়ে চিন্তা ভুলেছি,
ভুলেছি কে আমি ছিলাম  ,
নিজের  সীমায় চলতে গিয়ে,
অনেক কিছুই পেলাম ।

শেষের পথের নিশানা ধরেও,
যদি ফিরেই আসো তুমি ,
দেখবেই তুমি আমিই আছি,
আর তুমিও আছো সেই তুমি।

THANKS. 
S.V.O - এবার পরুন- অস্ত্বিত্বে অনন্যা- ১৯ এবং অস্তিত্বে অনন্যা-১৭


Post a Comment

0 Comments