অস্তিত্বে অনন্যা- ১৭


DESTINY IS NEVERLAND AND NEVERLAND IS DESTINY.
PEN-PROLAY.
INK-ANANYA. 


হেথা,
  দ্বীপ নেভা এই রাত্রি শেষে,
  রাত্রিও  আসে প্রভাত বেশে,
  তবু  আসে নাই কেউ  পথিক বেশে,
  এই ক্লান্ত  আমাদের পথের দেশে।

হেথা,
   এই জগতের এই অসীম সীমায়,
    আমরা  ভাসি স্মৃতির হাওয়ায়,
  তবু আসে  নাই কেউ  পথিক বেশে,
   এই ক্লান্ত  আমাদের পথের দেশে। 

হয়তো, 
কিছু কথা ভুলে - কিছু রঙ দিয়ে,
 কোন   ফুল যদি কেউ দেখতো ,
সব ব্যাবধান ধুয়ে মুছে যেতো,
 তোমার আমার   শোভাতে।

কিন্ত  তবুও,
আসে  নাই কেউ পথিক বেশে,
এই ক্লান্ত আমাদের  পথের দেশে ।

THANKS. 
S.V.O - এবার পরুন - অস্তিত্বে অনন্যা-১৮


 

Post a Comment

0 Comments