অনন্যা - ১৯

DESTINY IS NEVERLAND AND NEVERLAND IS DESTINY. 
PEN-PROLAY. 
INK-ANANYA .
S.V.O


সে বহু বহু দিন আগে,
কোনও এক অজানা নদী প্রান্তরে,
অরুন   তখন   অস্তাচলে,
পাখিরা ফিরিলো নীড়ে।
কিরণ তখন   বসছে পাটে,
ভীড় জমেছিল নদীর ঘাটে,
ক্লান্ত পথের শ্রান্ত চাষি,
আর রাখাল ছেলের বাশী,
সকলেই খোঁজে ঘরে ফিরে কারো,
অপেক্ষা মাখা হাসি।
যাত্রা পথের সব  জয়গান,
আর সুর গিয়েছিল থেমে,
সূর্য তখন অস্তাচলে,
আলো এসেছিলো কমে।
দূরে  ভেসে  যায় নৌকার পাল,
চলে  কোন‌ সে দীগন্তপানে,
আমার  প্রানের সুরটি মিশেছিল ,
কোন অজানার গানে ।
সকলেই  ফেরে আপন কূলায়,
ক্লান্ত আমি পথের ধুলায়,
কাছে থেকেও দুই পা ফেলিয়া,
এলেনা কেবলই তুমি,
নদী প্রান্তরেই রয়ে গেলাম,
নিঃসংগতা মাখা  আমি।

Prolay sankar dey - s.v.o



Post a Comment

0 Comments