অস্তিত্বে অনন্যা - ৫


DESTINY IS NEVERLAND AND NEVERLAND IS DESTINY.
PEN-PROLAY. 
INK-ANANYA.




আসলে তোমার মাঝেই খুঁজে পাই ,
শিশুকালের হারানো একটা আশ্রয় ,
তাই যেভাবেই  যতটুকুই পাই ,
পুরোটাই করি সাশ্রয়

কখনও বা পাই শৈশবের সেই,
হারিয়ে যাওয়া ব্যাথাহীন রুপকথা ,
সেটার পরেই  বুনে চলি -হাজার এক নকশী কাঁথা ।

কখনও বা দিয়েছো কৈশোরের অনুপ্রেরণা ,
একধাপে যৌবনে এসে দেখি ,
তুমি আমার অন্তরেরই  আন্তরিক কামনা

অজান্তে এগিয়ে চলি আমি,
যখন আর থাকেনা ভয় , থাকেনা লজ্জা,
দেখি সেই  তুমিই  এখনো আছো ,
যেন ব্যাধিরও  ফুলশয্যা  ।

মৃত্যুর হিমশীতল স্পর্শেও দেখি ,
যেন তুমি চিরন্তন সে স্বত্ত্বা ,
দেবত্বেরই স্পর্শ পাওয়া ,
মুক্তিপ্রাপ্ত আত্মা।

তারপরই যে  নিজেকে আবিস্কার করি,
আমাদের জন্ম জন্মান্তের গতিতে,
যেখানে সবকিছু  মিশেছে- আমি বা তুমিতে।
 

Post a Comment

0 Comments