চেতনা


DESTINY IS NEVERLAND AND NEVERLAND IS DESTINY.
PEN-PROLAY.
INK-ANANYA.






কতো দিন গেলো- আরো কতো বাকী,


দূরে একা বসে আমি,
স্বপ্নের সুরে স্বর মেলালেই,
হাসেন বিশ্বস্বামী।

একদম যেন আমারই মতো,
পথ চলাতেই ভুল,
তবুও তাতেও  প্রশ্ন নেই,
সব শেষে তো ফুল।

কখনো ভাবি হয়তো বা ভুল,
হয়তো বা হবে ঠিক,
একদম যেন আমারই মতো,
চিনতামই না দিক।

কতো মানুষের যে আপনি যে তুমি,
আর কতকের কাছে পর,
তোমারি মতো আমিও বুঝি,
খুজেই পাইনি ঘর। 

মাঝে মাঝে ভাবি,
কাছে ডেকে নিয়ে,
চেনাই পথের গলি,
কখনো বা ভাবি,
নামলে সন্ধ্যা,
ঘরেই ফিরবে অলি।

তুমি তো আমায়,
পাওনি সেভাবে,
চেনানো হয়নি ফুল,
তাইতো বুঝি,
একাধিক বার,
রক্তাক্ত সব ভুল।  

ব্যাস্ত তেমন ছিলাম  না তো আমি,
স্বপও  ছিলোনা  বেশি,
জ্যোতিষীও তো ছিলাম না যে,
গুনিনি অন্তিমরাশি।

এতোদিন শুধুই স্বপ্ন দেখেছি,
এখন বুকেরই পাশে,
অনুভূতি গুলো অস্পষ্ট সব,
সত্যিই কি ভালোবাসে ? 

যন্ত্রনা তো ছিলোনা তেমন,
মুখেও ছিলোনা কথা,
সবকিছুকেই মানিয়ে নিয়ে,
মেনেছি তো  নীরবতা। 

এভাবেই কতো দিন কেটেছে,
কতো অজানার রাত,
চুম্বক হয়ে আটকে থাকা,
ছিলোনা আমার ধাত।

কেনো তোমায় লেগেছিল ভালো?
হয়তো নিজেরই শরীর,
অনেক দেরীতে বুঝেছি বা,
কিন্তু শুরুতেই ছিলাম ধীর  । 

সময়টা ছিলো অন্ধকারের,
রক্তাক্ত এই বুকে,
অসীমের সেই  দূত যেন আজ ,
 শুধু আমার নামেই ডাকে । 

একবার নয়, বারবার শুনি,
যেন চিরজীবনের  গান,
একলা  পথে চলতে গেলে,
দুই দিকেই  পাই টান।

ভালো করে, নতুন ভাবে,
দেখেছিলাম সে মুখ,
চোখ মুখ বেয়ে শান্তির ছায়া,
পরম প্রাপ্তির সুখ।

জানতাম না কোথায় গেলে -
দেখবো কেনো কানে বাজে শুধু,
ঐ সে  দীগন্ত  ছোঁয়া গান,
এক ঝটকায় ছিড়ে ফেলে দিই ,
মিথ্যায় ভরা  মালা,
ঝড়ের বেগে পালটে দিলাম ,
এবার শুধুই  একার চলা। 

হাজার হাজার ভুলের মাঝেও,
আমরা  হয়নি একা,
প্রতিটা পথের শেষেই হবে,
নিজেদের মতো দেখা । 

ওই  জীবনের জগৎ ছোট্ট,
করতে করতে ভুল,
আসবে যেদিন অসীমে তুমি,
পথে থাকবেই ফুল। 

THANKS.
S.V.O
WRITTEN ON  - 23/8/2009


Post a Comment

0 Comments