অস্তিত্বে অনন্যা - ১৪

গোধূলির শান্ত অবকাশে,
দূর আকাশে কিবা হিমেল বাতাসে,
দূর থেকে দূর,
সীমান্ত সূদুর,
কোথাও একটা সুর বাজে।
সেই সুরে হয়নি কোন গান,
শুধু অকারণে পোড়ে কান,
সে সুরে ছন্দ নেই, বন্ধন নেই,
নেই তো অযথা কানাকানি,
তবু যে শব্দ শুনি,
কিবা আছে তারও মানে?
তপ্ত স্বত্বা যে  মোর,
হয়তো বা কিছু জানে।
অস্তাচলের অচল আলোকে,
অন্তরের অজানা শোকে,
তবু যেন ডাক শুনি -
সেকি সুর নাকি চিরন্তনের বানী ?
দেখা হবে প্রভাতের কালে,
কোনো চেনা মন্দিরে বা সূদুর প্রান্তরে,
জানা বা অজানার দিনে,
অন্য সে অনন্যার গানে।
prolay sankar dey
S.V.O     
         
                    

Post a Comment

0 Comments