DREAM AND DESTINY MAY LEAD TO THE NEVERLAND .
PEN-PROLAY.
INK-ANANYA.
S.V.O
আমাদের প্রতিবেশী
আমাদের ম্যাপের কাছে একটা ভিখারী দেশ ,
দানের আশায় পরে থাকে ভিক্ষুকের বেশ ।
চাল দাও , ডাল দাও - এবার দাও নদীর জল ,
বাপকে অস্বীকার করে ভুগছে কর্মফল ।
হতভাগ্য জাতিসত্ত্বা - নেই তো নিজের কিছু ,
সবাইকে ক বাপ ডাকে - নেয় তার পিছু ।
ভালোবেসে একদিন ডেকেছিল বাপ ,
সেই বাপ লিখে দিলো গনহত্যার ছাপ ।
মাগনায় মেলা স্বাধীনতা - আসলে অন্যের দান ,
বেইমানেরা গেয়ে চলে হাজার বাপের গান ।
যার খাবে , যার পরবে - তারই করবে ক্ষতি ,
হাজার বছর কেটে যাবে -ওদের হবেনা কোন গতি ।
আমাদের প্রতিবেশী একটি ভিখারী দেশ ,
আমাদের মারতে গিয়ে নিজেরাই হবে শেষ।
PROLAYSANKARDEYSVO
0 Comments