ধূসর সময় আর রেড ভলেন্টিয়ার

DESTINY IS NEVERLAND OR NEVERLAND IS DESTINY. 
PEN- PROLAY.
INK- ANANYA. 
CON= +91-9732803838.
S.V.O

লেখাটা পড়তে শুরু করার আগেই জেনে নিন যে ,  বেক্তিগত ভাবে আমি কমিউনিস্ট পার্টির  কোন সদস্য তো দূর , সমর্থক ও নই- তাই লেখাটা দয়া করে নিরপেক্ষ ভাবে পড়বেন বা অন্তত এটা ভাববেন না যে আমি কারো দালালি করছি , কারন যাদের জন্য লিখছি , তারা এখন ব্যাস্ত সম্পুর্ন অজানা অচেনা কারো জন্য অক্সিজেন বা রক্ত যোগাড় করতে এবং অবশ্যই একেবারে বেক্তিগত ভাবে  নিজের  প্রানের ঝুঁকি নিয়ে । 
যে সব মানুষেরা কোন প্ররোচনা ছাড়াই  বা কোন  লাভের আশা না করেই দিনের পর দিন , রাতের পর রাত -  জাতি , ধর্ম , গরীব , ধনী ,  রাজনীতির পরিচয় ভুলে এই বিশ্ব  মহামারীতে নিজেদের শেষ বা সামান্য সম্বল ছেড়ে আমার , আপনার বা আমাদের মতো আরো অনেকের জন্য আজ উদভ্রান্তের মতো  গ্রাম থেকে শহর বা ব্লাড  ব্যাংক থেকে শ্মশানে ছুটে চলেছেন নিজেদের জীবনের কথা না ভেবে  , তাদের আর যাই হোক , আমার মতো একজন সামান্য মানুষের  থেকে সার্টিফিকেট লাগেনা । 
 সংক্রামক রোগে যাদের মরার ভয় নেই - তারা  কিন্তু সাধারন মানুষের বিচারের অনেক উপরে ।
আপনাদের ভাবতে অবাক লাগেনা যে আমাদের বেশিরভাগ মানুষ যখন ভোট আর মিডিয়া  নিয়ে লেকচার দেখছি , মজা করছি , রেসাল্ট নিয়ে গবেষণা করছি , ঠিক সেই সময়ে আমার আপনার এলাকার কিছু ছেলে মেয়ে নেমে পড়লো অন্যদের কে বাঁচাতে এই বিশ্ব মহামারীতে নিজের বা  নিজেদের পরিবারের কথা না ভেবে ? তাও আবার বলতে গেলে কোন প্রশিক্ষন বা নিরাপত্তা না নিয়েই ?  
কতোজন ছিলো ওরা শুরুতে ?  কে বলেছিলো এই অসম লড়াইতে নামতে ?
আর তাও এমন সময়ে , যখন রাজ্যে রাজনীতির পালাবদল হয়েছে , এবং সেই পালাবদলের ধাক্কায় তাদের আর কোন স্থানই নেই সেভাবে । 
রাজনীতি তো জীবনের বাইরে নয় - তো জীবনের ভয় কার না থাকে ? 
রেড  ভলেন্টিয়ার   রাজনীতির পরিচয় টা অতি জরুরী - কারন তারা একটি নির্দিষ্ট রাজনীতিতে বিশ্বাস করেন , কিন্তু মজার কথা এটাই যে ,  তারা এই মহামারীতে যে কাজ করছেন তা কিন্তু সবরকম রাজনীতির বাইরে গিয়ে ।সকলের জন্য - এবং আজকের দিনে , যখন অনেকের পেটে ভাত নেই - এই কঠিন সময়ে একদম বিনা পয়সায় ।  
সারা দেশ যখন রাজনীতি নিয়ে উত্তাল , এরা কেন রাজনীতি ছেড়ে সকলের পাশে দাঁড়াতে এলো ? 
এদের কি জীবন নেই ?  পরিবার নেই ? কোন স্বপ্ন নেই ?  এদের ভালোবাসা নেই  ?  কিছুই নেই নাকি বিবেকের হিসাবে কঠিন সময়ে সব ভুলে যেতে হয় ? 
ভুলতে ভুলতে কতোদূর গেলে নিজের সবকিছু ভুলে রেড ভলেন্টিয়ার হওয়া যায় ?  

প্রশ্নটা এটাই যে , এই যে রেড ভলেন্টিয়ার রা এতো কিছু করছেন - কোথাও মাইলের পর মাইল্ জল কাদা পেরিয়ে রাত দুপুরে অক্সিজেন নিয়ে ছুটছেন বা কাউকে রক্ত দিচ্ছেন বা কোথাও শবদাহ করছেন - বিনিময়ে আমরা নাগরিক সমাজ তাদের কিছু সামান্য শুকনো ধন্যবাদ ছাড়া আর কি দিয়েছি ?  আমাদের কি কিছুই দেবার নেই - নাকি চিন্তা শক্তি হারিয়ে গেছে ? 
 এদের সকলের ভাত জোটে রোজ ? সকলে কি নিজের বাড়িতে থাকে ? লকডাউনের বাজারে কারো কি বাড়ি ভাড়া বা পরিবারে কারো চিকিৎসা আটকে নেই ? সারাদিন যে মানুষ টা অন্যের জন্য পাগলের মতো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে , শেষে নিজেই রক্ত দিলো - তার কি কিছুই পাওয়ার নেই ? 
আমরা হয়তো জানার দরকার মনে করিনি । কারন ওরা তো রেড  ভলেন্টিয়ার । 

 কিন্তু  এভাবে আর কতোদিন চলবে ?  কতোদিন ওরা সামান্য কয়েকজন  এই জরাজীর্ণ সমাজ বা স্বাস্থ্য ব্যাবস্থাকে টেনে নিয়ে যাবেন ?  
গরীব বা অসহায় মানুষের কথা একেবারেই আলাদা । কারন তারা তো নিজের অজান্তে সারা জীবনের ভলেন্টিয়ার  । 
কিন্তু আপনারা যারা ,  সারা জীবন টাকার গরমে চললেন ,  নিজেদের স্বপ্নের জীবনের  পরিকল্পনা করে রাখলেন , বিলাস বহুল আবাসনে থাকলেন ,  নিরাপত্তার জন্য প্রাইভেট  এজেন্সিকে টাকা দিলেন , বা আজো বেসরকারি নার্সিংহোমে লাখ লাখ টাকার  বিল করছেন ---কোথায় গেলো আপনাদের জীবনের মান ? 
কেন হাড় হাভাতে ঘরের ছেলে মেয়েকে গুলোকেই দরকার হয় দামী আবাসন থেকে আপনাদের সংক্রামক রোগীকে বের করে আনতে ? 
সমাজে যাদের মুল্যহীন ভেবেছিলেন , আজ আমি , আপনি বা আমরা যখন রোগের কারনে অস্পৃশ্য ,  তখন সেই বাতিলের দলের থেকেই কিছু মানুষ আজ আমাদের রক্ষ্যা করতে এসেছেন রেড ভলেন্টিয়ার  নাম নিয়ে । 

আমাদের তথাকথিত সভ্য নাগরিক সমাজের থেকে আর কবে ওদের হয়ে কথা বলবো - ওদের থেকে সুবিধা নিতে নিতে , ওদের প্রান গুলো  সব শেষ হয়ে গেলে ?  নাকি আমরা ভেবে নিয়েছি যে আমাদের সেবা করাই ওদের কাজ আর এই কাজ করতে গিয়ে ওদের প্রান গেলে - ভারতীয় কমিউনিস্ট দলের থেকে তাদের নামে একটা লাল কাপড়ের বেদী বানিয়ে " অমুক বা তমুক অমর রহে " - বললেই আমরা একটু নীরবতা পালন করবো আর সব দায় থেকে মুক্ত হবো ? 
এভাবে তো দায় থেকে বাঁচা যায়না - বাঁচতে গেলে বাঁচাতেও হয় । 
মনে রাখবেন বিদেশের ভিসা বন্ধ আর দেশের পবিত্রতম নদীতে এখন লাশ ভাসছে । আমাদের বাঁচতে গেলে এখানেই বাঁচতে হবে , আর  সকলের সাথেই বাঁচতে হবে । 
রেড ভলেন্টিয়ার রা কোন অন্য গ্রহের প্রানী নয় - ওরা যদি সবকিছু ভুলে প্রতিটা মানুষকে বাঁচানোর চেশ্টা করতে পারেন , তাহলে আমরা সভ্য নাগরিক সমাজ সামান্য কিছু ভুলে ওদের হয়ে কিছু দাবী করতে পারিনা  ? 
নাগরিক সমাজের  বিভিন্ন অংশে বিভিন্নভাবে টীকাকরন চলছে এবং বাস্তব হলো এই যে এখন আমাদের দেশে সারা বিশ্বের থেকে যেভাবে ত্রান  আসছে , তাতে মহামারী সংক্রান্ত অভাব খুব বেশি থাকার কথা নয় । 

কোন দল সরকারে আছে , কে নেই - এসব আলোচনা ছেড়ে সহজ ভাবনাতে আসা উচিত । কারন সরকার মানুষের জন্য আর মানুষ না বাঁচলে - সবই মূল্যহীন । 
নাগরিক সমাজকে দাবী করতে হবে - 
 * যেভাবেই হোক , খুব দ্রুত রেড ভলেন্টিয়ারদের তালিকা বানিয়ে তাদের টীকাকরনের ব্যাবস্থা করতেই হবে । 
* প্রতিটা রেড    ভলেন্টিয়ারদের  বা তাদের পরিবারের লোকেদের জন্য সরকারী বা বেসরকারী ক্ষেত্রে বিনামুল্যে চিকিৎসার ব্যাবস্থা করতে হবে । 
* মহামারীতে জীবন বাজি  রেখে যারা অপরের জন্য যারা লড়াই করছেন , তাদের ঠিক ঠাক নিরাপত্তা  ব্যাবস্থার যেন কোন অভাব না হয় । 
* রেড ভোলেন্টীয়ার রা  সাধারন মানুষ এবং তারা অন্য সব পরিচয় সরিয়ে রেখে মানুষের জন্যই কাজ করছেন - তাই তাদের হয়ে এই কথা গুলো সরকারের কাছে তুলে ধরার দায়িত্ত্ব আমাদেরই। 

তাই আপনি যেই হোন বা যে মতবাদেই বিশ্বাস করুন - আপনি ওদের নিরাপত্তার জন্য দাবী তুলুন - কারন  ওরা বাঁচলে , অনেকেই বাচবে- কিন্তু এই অবস্থায় ওরা না থাকলে আমি বা আপনি নাও বাঁচতে পারি। 

মনে পরে প্রথম দিনের কথা - ফেসবুকের লিঙ্ক দেখে যোগ দিলাম ওদের " হোয়াটসাপ " গ্রুপে ।  রাত ১ টা পর্যন্ত দেখলাম বেশ ভালোই মেসেজ আসে আর তার  সমাধানের চেষ্টাও চলছে । 
অবাক হলাম পরদিন সকালে ৭০০+ মেসেজ দেখে । 
সারা রাত না ঘুমিয়ে এরা ব্লাড , অক্সিজেন আর বেডের খোজ করেছে এভাবে অন্যের জন্য ?  তাও আজকের বাজারে বিনা স্বার্থে  ? একেবারেই অপরিচিত বা  অজানা লোকের জন্য ? 

নিজে নিরাপদ বোধ করলাম - এখন কোভিডের অনেক ব্যাপারেই অন্যদের বলি , " সোসাল মিডিয়ায় রেড ভলেন্টিয়ারদের থেকে জেনে নাও " । 
আর এনাদের রাজনীতির পরিচয় থাকতে পারে অন্য আর  পরিচয়ের মতো । কিন্তু বহু মানুষ আছেন , যারা বিরোধী  রাজনীতি করেও এই কঠিন সময়ে রেড ভলেন্টিয়ারদের পাশে আছেন - তার মুল কারন খুব সহজ - যে মানুষগুলো এই ভয়ংকর সংক্রামক রোগের সময়ে অজানা অচেনা মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েন - তারা খারাপ কাজ করছেন না । 

আমরা সকলেই যে ওদের ফান্ডে টাকা দিতে পারবো , বা কিট কিনে দিতে পারবো - এটা নিশ্চই আমাদের আজকের দিনের সমাজ এবং কাজের গতি প্রকৃতির উপর দাঁড়িয়ে সম্ভব নয় - কিন্তু ওদের হয়ে ওদের সামান্য ভ্যাক্সিন বা ওদের পরিবারের সুরক্ষ্যার জন্য দাবী তো করতেই পারি । 
ওরা আছে , তাই আমরা অনেকে নিরাপদ আছি । ওরা আছে তাই  বাংলার নদীতে এখনো লাশ ভাসেনি। কিন্তু ওরাও মানুষ - তাই ওরা বেঁচে  থাকতে থাকতে ওদের বাঁচানোর ব্যবস্থা করুন । 
আর পরিশেষে একটা কথা লিখি , সেই ছোটবেলার থেকেই শুনে আসছি যে আমাদের এই রাজ্যটা একেবারেই পিছিয়ে । এখানে বলতে গেলে কিছুই নেই  যা যা দিল্লী , মুম্বাই বা হালের ব্যাঙ্গালোরেও পথে ঘাঁটে পাওয়া যায় ।  
কিন্তু আজ এই মহামারীর সময়ে বিভিন্ন মিডিয়াতে দেখছি আমাদের রাজ্যের বহু তথাকথিত প্রতিষ্ঠিত মানুষ তাদের ফেলে রেখে যাওয়া বাবা , মা বা পরিবারের সকল দায়িত্ত্ব  রেড ভলেন্টিয়ারদের হাতে তুলে দিয়েছেন - সাথে হাজার হাজার ধন্যবাদ । 
ভালো বা খারাপ - সবকিছু মিলিয়েই সমাজ হয় । কঠিন সময় না আসা অবধি অপেক্ষ্যা করতে হয়  । যারা দিল্লী , মুম্বাই বা দেশের আরো অনেক প্রান্তে আছেন , তারা অবশ্যই সেখানকার প্রশংসা করবেন - বাংলায় যা নেই , অবশ্যই সেগুলো বলবেন - কিন্তু অযথা হতাশ হবেন না । 
সারা ভারতকে বরং  জোর গলায় বলে দেবেন - বাংলার মাটিতে রেড ভলেন্টিয়ার রা আছে - তারা গ্রাম থেকে গ্রাম , শহর থেকে শহর ,  বস্তি থেকে বিলাসবহুল আবাসন - ছুটে চলেছেন শুধু মানুষকে বাঁচানোর নেশায় - বলবেন যে , এই সব পাগলের দল কখনো না খেয়ে বা না ঘুমিয়ে , নিজের বা নিজের পরিবারের কথা না ভেবে , কখনো বা  সামান্য নিরাপত্তা না নিয়ে - এই বিশ্ব মহামারীতে নেমছে মানুষকে বাঁচাতে । 
অহংকারের সাথে বলুন , আমরা বাঙালী - আমাদের রেড ভলেন্টিয়ার আছে - আমরা সারা ভারতে ছড়িয়ে আছি - কারন আমরা জানি কোথাও না কোথাও , কোন একজন রেড ভলেন্টিয়ার জেগে আছেন আমার বা আমাদের পরিবারের জন্য । 
আপনি বা আপনারা নিশ্চিত থাকুন - বাংলায় অনেক কিছুই নেই - কিন্তু রেড ভলেন্টিয়াররা আছেন - আর ওরা থাকলে আশা করি আমি বা আপনি অথবা সকলেই থাকবো । 
  

https://www.facebook.com/SVO-POINT-102832565293309/


THANKS. 
 S.V.O


















































Post a Comment

2 Comments

Unknown said…
Little Angel

A fractured soul on the edge of empathy,
A body full of rags tells the tale of misery.
How dare you discover the tears of God!
Why not lift the dark veil from your heart?

Observe the flowing same pulsating blood:
Isn't a little angel seeking to open his bud?
Water the flower with your golden intent,
Let your inner soft voice rise and be present.

You can earn only by kind act in this world!
So let your humanity for others be unfurled.
With warmth, happiness will fill up your soul
So never be indifferent to man's heavy toil.

© Gerlinde Staffler | Italy
Great to have the penned word from my Italian friend Gerlinde.