জড়

আমাদের যে  সকল  যাবতীয় দীনতা, হীনতা
অথবা নিয়মিত  এই কাল্পনিক স্বাধীনতা,
এই  যে সকল অস্তিত্বের কথায় আমরা এখনো জাগ্রত আছি,
বহিরাংগে তা যেমনই হোক - অন্তরংগে তো,  সে নিতান্তই নগ্ন,
কিন্তু নিয়মের শিকলটি আজ এতোই  নিয়মিত -
আমরা নগ্নতাতেও বেশ  আছি মগ্ন।
এই যে এতো শত হাড়গিলে, হাড় হাভাতের দল,
ওরা বয়ে আনে সভ্যতার সংকট - ভারসাম্যহীন হয়ে যায় সমাজ,
ওরা কি জানে ওদের মূল্য - কেন ওরা আছে ?
  কিই বা এই সমাজে  ওদের  কাজ ? 
তবুও তো সমাজ চলে, সাথেই চলে জীবন,
 জীবনের মনন আর মননের আরামদায়ক মরণ!
এই এতো পাওয়া আর না পাওয়ার মাঝেও-
 কিছু মানুষ ওদের করুনাও করে,
কিন্তু সে করুনার রুপও এতই করুন - তাতে নেশা কিছু হয় -
 কিন্তু  তবু চিৎকারও  করে ওঠে আসল কারন  ।

Prolay Sankar dey - s.v.o -9732803838

Post a Comment

0 Comments