গান


DESTINY IS NEVERLAND AND NEVERLAND IS DESTINY. 
PEN-PROLAY.
INK-ANANYA. 




কতো না হাজার বছর ধরে ,
ওরা পড়ে আছে সকলের ঘরে ঘরে ,
ওরা কেউ চায় ভাত, কেউ চায় একটু জল ,
খুব বেশী হলে বা একটুকরো ছেঁড়া কাপড় ,
সেটাও মাঝে মাঝে ভুলে যায় ওরা ,
যদি সময়মতো জোটে দু- একটা থাপ্পড় ।

 তবে ওরা তো  শুধুই চায়- দাবীতো করেনা ,
করবেই বা কি করে ? নিজেরা নিজেদেরই জানেনা  ।
ওরা তো বোঝেইনা - ওরা আসলেই আছে কি জন্য ?
বাঁচতে নাকি বাঁচাতে ? নাকি হতে বাজারের পণ্য ?

ওরা রোগে ভোগে , পড়ে থাকে আকাশের নীচে,
দেহে পচন লাগে , গন্ধ ছড়ায় , কুকুরের মত মরে ,
কিন্তু শয়তানের জাত যে - সহজে কি ছাড়ে ?
একদল মড়ে তো , হাজারের ঝাঁক  আসে ,
পূণ্যবাণী শোনাতে গেলেই দাঁত মেলিয়ে হাসে ।

অসভ্যের মত চেঁচায় , অভিশাপ দিয়ে মরে ,
বলে ," ভাত দেবার মুরোদ নেই, ভাতার এলো ঘরে "।
শয়তানের বাচ্চারা রোদে পোড়ে, জলে ভেজে ,
বছর বছর গোলাগুলি আর মহামারীতেও মরে ,
তবুও কেন ? আর কিভাবেই বা পৌঁছে যায় ?
ওদের ভাত কাপড়ের শুকনো  চিৎকার ......।
তোমাদের রাজপ্রাসাদের প্রতিটি কোনায় ? প্রতিটি ঘরে ?


S.V.O,



















Post a Comment

0 Comments