MYSELF ( আমি ) . ( ENGLISH AND BENGALI VERSION ).


DESTINY IS NEVERLAND AND NEVERLAND IS DESTINY. 
PEN-PROLAY. 
INK-ANANYA.






MYSELF ( আমি ) . ( ENGLISH AND BENGALI VERSION ).

ENGLISH . 

Much far are those civilized beings ...
who , planned me to cover with a white cover , 
and call me as "Dead one " , 
Do they know ?
That death is the cover of Entity !

Do each one dream to ended with sky touched flame ?
Is here not even a single one ? 
Who never dreams to sleeping one being earthed ? 

I am that one of them - to be without any sin or grace , 
I am that one of them  -to be without profit and loss , 
And finally out any race. 
My entity covers and is covered within the Morgue. 

Here in this morgue , 
No creature  , who covers the body in the graveyard under the Earth ,
is here to enjoy the re-birth . 

I am not here to be flamed and flied in the air . 
Here I am with numberless vision and mission less friendly crowd , 
Here we are kissed with other's  continuing fragrance .
Only here , the wind is still chilled - No falsified understanding  and no golden softness. 

The soft dreamy beloved ,  the wretched middle class father , 
or the boundless farmer , and the successful addicted one  , 
the ultimate and eternal lover , 
we all together stay here , 
just being the dreamer . 

Now the eyes go to the far and far , 
I now eye more and more living dead bodies , 
They are walking from and from ,
city to village and village to town , 
waiting for other's help ,,,,
to go down , down and down. 

THANKS .
S.V.O 

 বাংলা 

দূরে দাড়িয়ে থাকা সভ্য লোকের দল..
যারা ভেবেছে, আমার শরীরটাকে কোনমতে,
একটা সাদা চাদরে মুড়িয়ে দিয়েই বলে উঠবে," মৃতদেহ " ,
ওরা কি জানে ?
মৃত্যু কেবল আমার আজন্মকালের অস্তিত্বের ছল !

সব দেহ কি শবদেহ হয়ে যেতে চায় লেলিহান আগুনে ?
কেউ কি কোথাও নেই - যে কিনা চায় না কবর ?
আমি তো তাদেরই একজন - পাপপুণ্য , লাভ লোকশান হীন ,
অস্তিত্বে আমার সেই তো লাশকাটা ঘর।

এই লাশকাটা ঘরে , 
শরীরে কবরের মাটিতে বাস করা পোকা নেই এখানে ,
আগুনের গর্ভে পুড়ে ছাই হয়ে যাওয়া আমি নেই ,
আছে এখানে অগণিত দিকভ্রান্ত অস্থির  মানুষের দল,
আমাদের জড়িয়ে থাকা স্থবীর শরীরে আছে অপরের অবিরত  ঘ্রান ,
এখানেই এখনো আছে বরফের হিমেল অনুভূতি , মিথ্যার পেলবতা নেই , সোনালী কোমলতা নেই ।

নরম প্রেমিকা , থেঁতলে যাওয়া মধ্যবিত্ত বাবা , অথবা নিষেধ না মানা চাষা, ,
আমার মতোই নেশাগ্রস্থ কোন সফল প্রেমিকও আছে ,
এখানেই সকলে একসাথে আমরা বাঁধি বাসা।

দৃস্টি এখন যায় বহুদুরে.......দেখি অগণিত চেতনাময় লাশ,
তারা ঘুরে মড়ে - গ্রাম থেকে শহরে,
অথবা পড়ে থাকে অন্যের খোঁড়া কবরে।

THANKS.
S.V.O


Post a Comment

2 Comments