অস্তিত্বে অনন্যা - ৩




DESTINY IS NEVERLAND AND NEVERLAND IS DESTINY .
PEN- PROLAY 
INK-ANANYA






আমাদের আজ আর দেখা হয়না কোথাও,
হতেই পারে, কিছুটা দূরত্ব গেছে বেড়ে -
   কিন্তু " আপনি কেমন আছেন ? "
   সেকথা  তো আজও কানে বাজে,
   ভরা শ্রাবনের সিক্ত ধারার সুরে।


ভালোবেসে আমরা জলে ভেসেছি,
হয়তো রিক্ত হয়েছি -  বা শূন্যতা মেখেছি,
তবুও তো আশা ভরা স্বপ্নের ঘোরে,
নিজেদের চোখে নিজেদের দেখেছি। 

 এখনো কিন্তু সেই কাছেই আসো,
 সজোরে নিজেরই  বুকে টেনে নাও,
 আমার চেতনাকে ............
আটকাও নিজ বাহুডোরে,
আমাদের ক্লান্ত মনন গান গেয়ে ওঠে,
আমাদের ম্রিয়মাণ গল্পের সুরে। 

রাতের অন্ধকার মাখে দিনের নরম আলো,
সেই আলোতেই দেখি আমি,
শূন্য ঘরে শুধু স্মৃতিটুকুই  পড়ে আছে,
শুধু স্বপ্নেই এসেছিলে তুমি।

THANKS. 
S.V.O
CLICK ON - চিঠি





Post a Comment

0 Comments