সহজ কথা


DESTINY IS NEVERLAND AND NEVERLAND IS DESTINY . 
PEN - PROLAY .
INK-ANANYA. 
S.V.O



মননের গহনকোণে কোন মায়া নয় , মমতা নয় ,
নয় বিন্দুমাত্র সহানুভুতি-
যতই দেখি তোমাকে , হয় যে শুধুই দয়া ,
যারা তোমাকেই কিনা  নিঃস্ব করেছে , রিক্ত করেছে ,
তোমার পরিবারকেই সার বেধে পাঠিয়েছে রাস্তার কাঙালি ভোজনে !
জীবন  অথবা জীবিকার নামে ,
তাদের সাথেই  কিনা চলে - তোমারই   দেওয়া নেওয়া ?

 কে তুমি ?

  কি তোমার জন্মের ইতিহাস অথবা  কিই বা তোমার প্রয়োজন ?
  আর আসলেই বা  তোমার জন্য সত্যিই কতোটা আয়োজন ?
  জানতেও কি চেয়েছো কখনো - এইসব মড়ে  যাওয়া ইতিহাস -
  প্রয়োজনও মনে করোনি  বুঝি ?

যেটা তোমার কাছে কিনা সাধের সোনার অলংকার ,
তোমারই বাবুদের কাছে -সেটা কুকুরের গলার ফাঁস ।
শুধুই  ঝুলি ভরা মিথ্যার কারবার ,
যদি বিশ্বাস না হয় , প্রয়োজনে মারো না হয় মুখোশে টান ।

আজ যারা বাবু তোমার - ভেবেছো নিজের দাদা ,
তোমারই জন্মের আগে - যারা কিনা  ছিলো সমাজের জঞ্জাল ,  ছিলো বিষাক্ত কীটের সমান্‌ -
তুমি কি ভেবেছো তোমারই মতো - সকলেই বিকিয়েছে ? দিতে চায় সম্মান ?

তোমাকে যারা নীতি শেখায় - বলে কিনা কোনটা সঠিক , কাকে বলে সাম্য ,
বলেনি তোমাকে ? নিজের  পরিবার , নিজের প্রজন্মের কাছে কতোটা তারা কাম্য ?
বিদেশী পোশাক , দামী অলংকার আর হাজার নীতিকথার বুলি ,
মনন , বিবেক, বিচারের ভাঁড়ার কেবলি শূন্য ,
অবশিস্ট বলতে -  শুধুই পাপ আর স্বার্থের ঝুলি ।
পাপের ঝুলি বললে , যদি মনে হয় - বাবুদের অপমান ,
চারিদিকে কান পেতো - শুনে নিও গুনগান ।

তুমি তো চাও শান্তি , চাও অবসরের সামান্য সময় , অথবা জীবিকার সামান্য নিশ্চয়তা ,
প্রকৃতির সন্তান তুমিও - নিজের অধিকারের সামান্য দাবী -
কিন্তু কে  আছে তোমার পথের বাঁধা হয়ে ?
জন্মেই  তো ছিলেনা তুমি সর্বহারার দলে -
তাহলে কে বা কেন আর কিভাবেই বা ডেকে নিলো তোমায় ,
নোংরা , বিষাক্ত মুনাফালোভী শয়তানের কোলে ?

নিজে হাতে খুন করেছো কোন স্বপ্ন দেখা মানুষকে ?
কোন নারীকে করেছো কি ধর্ষণ প্রকাশ্য দিবালোকে ?
যদি না করে থাকো ,
তবে এবার প্রশ্ন করো তোমার আদর্শ দাদার মতো মালিকদের -
গলার স্বর তোল শিখরে - বাবুদের চোখে রাখো নিজের চোখ ,
ওখানেই লুকিয়ে আছে - তোমারই বোনের ধর্ষক  ।

অস্তিত্বের সংকটে - কাদের সাথে হাটো তুমি ?
ভেবেছো ওরা বুঝি সংকটমোচন ? ভেবেছো মহা গুণী ?
মানুষরূপী জানোয়ারের দল - যাদের শরীরে কিনা লুটেরার রক্ত -
দরজা ভেঙ্গে ঢুকে যাও - শান্তির জাদুঘরে -
ফুল আর মালায় সজ্জিত - তোমার নিজের বাবার আসল খুনি ।
বিশ্বাস না হয় ,
তুলে নাও  না হয় কসাইখানার ছুরি ,
লাশকাটা ঘরের মতো --------
চিঁড়ে দাও বুক - ছিঁড়ে দাও আরামের ভুঁড়ি ,
দেখবে মৃত শয়তানের প্রতিটি রক্তবিন্দুতে ,
আতসবাজীর মতোই , ফুটছে মিথ্যার ফুলঝুরি ।

ময়নাতদন্তও  লাগেনা -তুমি নিজের চোখেই দেখো ,
পেট ভর্তি টাকা , বুক ভর্তি লোভ আর মগজ ভরা শয়তানি ,
কোথাও কোন , " ক " নেই , " খ " নেই , নেই একদানা অ অথবা আ ,
তাতেও আটকায়নি কোথাও - শয়তানের বাবু হওয়া ।

তুমি তো চাও সামান্য খাদ্য , নিতান্ত অবসরে হতে পারে সুরবাদ্য , অথবা একটু নিশ্চিন্ত ঘুম ,
প্রকৃতির সন্তান তুমিও - তুমি রুখে দাড়াও -
সাথে আছে অনেকেই - সাথে আছি আমিও।

ভিখারির মতো বসে থেকোনা ,
নেশার পরে বাবুদের ফেলে রাখা মদের আশায় ,
পেতে পারো অনেক অনেক দামী নেশা ,
যদি নিতে পারো স্বাদ , বাবুদের বিষাক্ত রক্ত কণিকায় ,
মুনাফালোভীর রক্ত - পান করো প্রান ভরে - পান করো আকণ্ঠ ,
অথবা আগের প্রজন্মের মতোই চলো , মড়ে যাও , পচে থাকো ভাগাড়ে ,
পুরন করে যাও মুনাফালোভীর , মুনাফার নির্ঘণ্ট ।


PEN- PROLAY.
INK- ANANYA. 


















Post a Comment

0 Comments