DESTINY IS NEVERLAND OR NEVERLAND IS DESTINY. 
PEN- PROLAY. 
INK- ANANYA.              
SVO

( THE BLOGGER IS NOT RESPONSIBLE FOR ANY KIND OF MISUNDERSTANDING 

                                           নিজের ব্যাবসা নিজেই করুন 

     *Sunshine Institute Of Hotel Management*

     WEBSITE -SUNSHINE INSTITUTE OF HOTEL MANAGEMENT


Head office AND Campus


Sunshine Institute Of Hotel Management
Amit Kumar Debnath
Add: Roy Pur [Debnath Para]
P.O + P.S: Gopal Nagar
Dist: 24 Pgs(N), Pin: 743262, West Bengal, India
Mobile: +91-9775644415 / +91-7477850058
E-mail: info@sihmedu.com

Sunshine Institute Of Hotel Management

Old City Nursing Home
Sahapur (College Road), Near Town Hall
P.O. - Khantura, P.S. - Gobardanga
Dist: 24 Pgs(N), Pin: 743273, West Bengal, India
E-mail: info.sihmedu@gmail.com








  (   LOCATION   )  BUTTON 

                    
 *SUNSHINE INSTITUTE OF HOTEL MANAGEMENT *

আপনাকে দিচ্ছে নিজের এলাকায় নিজের ফ্রাঞ্চাইসি নিয়ে নিজেই নিজের মালিক হয়ে ব্যাবসা করার সুযোগ । 

স্থান - মোটামুটি ২০০ স্কোয়ার ফিট জায়গা  আর  সাথে  নিজস্ব টয়লেট  এবং পানীয় জলের ব্যাবস্থা । 
প্রাথমিক খরচ  -  সাধারনভাবে ব্যাবসার লাইসেন্স , ইন্সটিউট সংক্রান্ত কাগজপত্র বানাতে সরকারীভাবে যে টাকা লাগে । 
  
অতিরিক্ত খরচ -  অতিরিক্ত খরচ বলতে আলাদা করে কিছুই নেই - কারন আপনি যে টাকাই খরচ করছেন - তা আপনার নিজের ব্যাবসার জন্য । সেটা ১ লাখ হতে পারে , আবার ১ কোটীও  হতে পারে । তবে বিভিন্ন ধরনের কোর্স চালু করার জন্য বিভিন্ন রকম পরিকাঠামো লাগে এবং সেক্ষেত্রে খরচের বিষয় পরিবর্তন হতে পারে ।  


Sunshine Institute Of Hotel Management- ফ্রাঞ্চাইসি নিয়ে আপনি যা যা সুবিধা পাবেন আপনার নিজের ইন্সটিউটে :


১) সরকারি নিয়ম মেনে একটা নিজস্ব  EDUCATIOAL INSTITUTE / TRAINING CENTER  চালাতে , যা যা প্রয়োজনীয় নথি-পত্র লাগে  , তার সবই পাবেন  । ( এ ব্যাপারে আপনি প্রয়োজনে আপনার নিজস্ব উকিলের সাথে আলচোনা করতে পারেন )  । 

২) শিক্ষামুলক প্রতিষ্ঠান চালানোর জন্য সরকারি নিয়ম অনুযায়ী যে যে বিষয়ে ছাড় পাওয়া যায় , তার সবই পাবেন । কারন আপনার প্রতিষ্ঠান সরকারি ভাবে স্বীকৃত হবে । 

৩) সরকারি নিয়ম অনুযায়ী ছাত্র ছাত্রীরা  BANK LOAN / STUDENT CREDIT  CARD  এর জন্য APPLY  করতেই পারেন এবং সেক্ষেত্রে তার দায়ভার আপনার নয় । 

*** প্রাথমিক ভাবে উপরের তিনটি বিষয় থেকে অন্তত এটা মেনে নেওয়া যায় যে - আপনি একটি সামাজিক আর আইন স্বীকৃত কাজের সাথে যুক্ত আছেন । ***



এর সাথে  SUPPORTING  SYSTEM হিসাবে আপনি যা যা পাবেন -- 

১) যদি আপনার এই ধরনের কাজের ব্যাপারে আগে কোনভাবে যুক্ত না থাকেন - তবে সেক্ষেত্রে আপনি যাতে সঠিকভাবে কাজ করতে পারেন - তার জন্য আপনার  প্রশিক্ষণের ব্যাবস্থা করা হবে  । 

২) আপনার ইন্সটিউটে  REGULAR   অভিজ্ঞ্য  FACULTY / TRAINER / INSTRUCTOR - রা  THEORY CLASS   হাতে কলমে  PRACTICAL CLASS নেবেন এবং শেখাবেন । 

৩) কোর্স শেষে প্রতিটি ছাত্র ছাত্রীর জন্য সঠিক ভাবে  PLACEMENT   এর ব্যাবস্থা । 

৪) বিভিন্ন ধরনের ছাত্র ছাত্রীদের জন্য আলাদা করে বিভিন্ন রকমের  WORKSHP  র আয়োজন । 


যে যে  শর্তগুলো   Sunshine Institute Of Hotel Management- ফ্রাঞ্চাইসি নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য ---

১) বেক্তির নামে কোনরকম অপরাধমূলক অভিযোগ থাকলে  বা আদালতে বিচারাধীন অপরাধমূলক মামলা থাকলে , তিনি কোনমতেই কোন আবেদন করবেন না দয়া করে । এ ব্যাপারে Sunshine Institute Of Hotel Management- যদি আপনার কাছে VERIFICATION  এর জন্য কোনরকম সরকারি দপ্তর বা পদাধিকারীর থেকে আপনার ব্যাপারে কোন CERTIFIFICATE চায় , তবে আপনি তা দিতে বাধ্য । 

২) যেখানে  INSTITUTE করবেন , তার ২০০ মিটারের মধ্যে কোন মদের দোকান / বার / লটারীর দোকান থাকা চলবে না । 

৩)  INSTITUTE - এ  জাতি , ধর্ম , বর্ণ ,  লিঙ্গ  বা সমাজের সব স্তরের ছাত্র ছাত্রীদের জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখতেই হবে । এব্যাপারে কোন রকম অভিযোগ এলে Sunshine Institute Of Hotel Management তা খতিয়ে দেখবে এবং প্রশাসনের সাথে সহযোগিতা করে প্রয়োজনে মালিকের সাথে যাবতীয় চুক্তি খারিজ করবে এবং INSTITUTE -  র সকল ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ব্যাবস্থা করবে । 


বেক্তিগত মতামত --

সত্যি কথা শুনতে খারাপ লাগতে পারে - আমি মনে করি আজকের দিনে  কাউকে  যদি কিছু ইনভেস্ট  করে , ব্যাবসা করতে হয় - তাহলে  শিক্ষা বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে টাকা  দেওয়া ভালো   -  কারন 
 ১) সবকিছু সরকার অনুমোদিত ভাবে করতে পারলে , সরকারীভাবে অনেক সুবিধা পাবো । 
 ২) ক্ষেত্রগুলোতে  অনেকটা সম্মান পাওয়া যায় , নিজের পজিশন ঠিক রাখতে পারলে । 
 ৩) যেহেতু পুরো ইনভেস্টমেন্টের টাকাটাই আমার বর্তমান ব্যাবসা বা নতুন ব্যাবসার সাথেই থাকছে - ফলে লাভের জন্য আমাকে অন্যের উপর ভরসা করতে হবেনা - বরং সময়মতো আমি আমার পরিকাঠমোকে অন্য ব্যাবসাতেও  ব্যাবহার করতে পারবো । 


THANKS -





*