অস্তিত্বে অনন্যা - ৯

DESTINY IS NEVERLAND AND NEVERLAND IS DESTINY. 
PEN -PROLAY.
INK -ANANYA. 
        S.V.O            






অনাদি অসীম এই আকাশের নীচে ,
ধোঁয়া মাখা কালচে জগতের বুকের  ভিতর,
খনিজের মতোই চাপা পড়ে থাকে কতো না অতৃপ্ত স্বপ্নের স্তূপ ।
শুধু চাওয়া আর পাওয়ার নামেই চলে ,
হাজারো মনের আনাগোণা...............
তোমার শ্বাস প্রশ্বাসের সাথে জুড়ে থাকা বাতাস ,
ধীর শান্ত গতিতে ছুঁয়ে যায় আমায় .........
 আর আমারি বুকের ভিতর লুকিয়ে থাকা আরো একটা আমি কে ।
চলে ফুল ফুটে ঝরে পড়ার নিয়ম,
স্বার্থের মায়াজালে আটকে থাকা আমি ,
ফুটে ওঠা কুঁড়ি না দেখে ,
হাহাকার করি ঝরে পড়া শুকনো পাপড়ী দেখে্‌ ...........................
অবাধ্য  মন চায় তোমাকেই নিয়ে একটা আলাদা পৃথিবী গড়ি,
যেখানে সময় আর শান্তি হবে অবাধ ও অসীম।


                                                 S.V.O
  

.

Post a Comment

1 Comments

প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে