স্বপ্ন ( নোটবন্দীর সময় - রবীন্দ্রসংগীত এর ওপর লেখা প্যারোডি)

                                                   কতোবারো ভেবেছিনু ব্যাঙ্ক এর দরজা ভুলিয়া,
                                                   নগদের চরণে দিবো নিজেরে   সঁপিয়া,
    হস্তে ধরিয়া তব কহিব প্রকাশি,
  গোপনে তোমারে টাকা,  কত ভালোবাসি।
  ভেবেছিনু টাকা,  তুমি ধনীরও দেবতা,
  কেমনে তোমারে  কব প্রনয়ের ও  কথা।
  ভেবেছিনু  মনে মনে সিন্দুকে তোমায় রাখি,
 চিরজন্ম বন্দী রেখে পুজিব একাকি।

 কেহ জানিবে না  মোর গভীর প্রত্যয়,
 কেহ  বুঝিবে না মোর অর্থ পরিচয়।
আপনি আজিকে যবে সুধাইছ আসি,
 কেমনে  প্রকাশি কব কতো ভালোবাসি।

              prolay sankar dey ( S.V.O )


         

Post a Comment

0 Comments